Md. Habibur Rahman millton

Noapara, jessore

Sunday, August 2, 2015

অনেক দিন পর ফিরে এলাম

সবাইকে শুভেচ্ছা। অনেক দিন পর আবার ফিরে এলাম এস.এস.সি সমাধানে। এখন থেকে আবার আমরা গনিত বিষয়ে বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করবো।পর্যায় ক্রমে অন্যান্য বিষয়ে ও অন্তর্ভক্ত হবে। তবে বিশেষভাবে গণিত বিষয়ের সমস্যা ও সমাধান আলোচনা হবে। আপনারা আপনাদের সমস্যা ও সমাধানে আমাদের কে সাহায্য করবেন বলে আশা করি।

Tuesday, August 6, 2013

বাস্তব সংখ্যা পর্ব (১)

এ অধ্যায়ে বাস্তব সংখ্যা নিয়ে বিস্তারিত লিখবো । আমাদের পোস্ট গুলোতে ধারাবাহিক ভাবে এ আলচনা থাকবে।

স্বাভাবিক সংখ্যা ঃ 1, 2, 3, 4, ..............ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্বক অখন্ড সংখ্যা বলে।

মৌলিক সংখ্যা ঃ যে সংখ্যা কে ১ এবং ঐ সংখ্যা দারা ভাগ করা যায় কিন্তু অন্য কোনও সংখ্যা দ্বারা ভাগ করা যায় না  তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন ঃ 2,3,5,7,.......... ইত্যাদি।

যৌগিক সংখ্যা ঃ যে সংখ্যা কে ১ এবং ঐ সংখ্যা ছাড়াও  অন্য কোনও সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক  সংখ্যা বলে। যেমন ঃ 4,6,8,9,10,.......... ইত্যাদি।
পূর্ণসংখ্যা ঃ শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখন্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ ...-3,-2,-1,0,1,2,.3.........ইত্যদি পূর্ণ সংখ্যা।

Thursday, August 1, 2013

নবম শ্রেণি গণিত

আজ আমরা নবম শ্রেনির গণিত বিষয়ে  আলোচনা করবো

এ বছর থেকে গনিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হবে। তাই নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিশেষ ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাদেরকে বেশী বেশী করে প্রাকটিস করতে হবে। না বুঝে কোন অংক করা যাবে না। প্রতিটি নিয়ম ভালভাবে বুঝে করতে হবে।মুখস্ত করার প্রবনতা একেবারে বাদ দিতে হবে। শিক্ষাথীদের মনেরাখতে হবে যে বই থেকে কমন কোন প্রশ্ন নাও পড়তে পারে। সেজন্য তাদেরকে বই থেকে সকল নিয়মের অঙ্কগুলো ভালভাবে প্রাকটিস করতে হবে।