বেশ কিছুদিন হল অনলাইন
আউটসোর্সিং নাম শুনি কিন্তু এ বিষয়ে আমি কিছুই জানিনা।
জানার চেষ্টাও করিনি কোনও দিন। কারণ আমি পেশায় একজন স্কুল শিক্ষক আর শিক্ষকতার
প্রয়োজনেই একটি কম্পিউটার কিনেছিলাম। মাঝে মাঝে ফেসবুক, ইমেইল ও শিক্ষা বোর্ডের
ওয়েব সাইড ই ছিল আমার গন্ডি। হঠাৎ সবুজ নামে আমার এক ছাত্রের কাছে ফ্রীল্যান্সিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
সম্পর্কে জানতে
পারি। এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য সবুজ আমাকে https://www.facebook.com/groups/FMT.bd/?hc_location=stream লিঙ্ক টি visit করতে
পরামর্শ দেয়। আমি লিঙ্কটি visit করে জেলা
ভিত্তিক ফ্রীল্যান্সিং মিটআপ+ ট্রেনিং ২০১৩ এর যশোরের
ট্রেনিং এ অংশ গ্রহন করি। মজার বিষয় হল যশোরের ভেন্যু হল অভয়নগর থানার শ্রীধরপুর
ইউনিয়ন পরিষদে। শহর থেকে একটু দূরে গ্রাম্য পরিবেশে জেলা
ভিত্তিক ফ্রীল্যান্সিং মিটআপ+ ট্রেনিং ।
অনেক মজার মজার ঘটনার মধ্যে দিয়ে ৩ দিনের ননস্টপ
ট্রেনিং সমাপ্ত হল। তবে একটি মজার ঘটনা না বলে পারছিনা, “আমাদের ট্রেনিং এর টিম
লিডার ছিলেন নাহিদ হোসেন ( নাহিদ ভাই) । নাহিদ ভাই ইউনিয়ন পরিষদে ট্রেনিং এর সকল
ব্যবস্থাই করেছিলেন। আমরা ট্রেনিং করছি এমন সময় একজন স্থানীয় ব্যক্তি নাহিদ ভাইকে
বললেন রুমের ভিতর কারা ? নাহিদ ভাই বললেন ট্রেনিং হচ্ছে। তখন তিনি বললেন বাইরের
লোক নিয়ে ট্রেনিং কর আআর যাই কর গরু-ছাগল যেন চুরি না হয়। নাহিদ ভাই তখন বললেন না
না এরা কম্পিউটার ইঞ্জিনিয়ার। তখন অপর একটি লোক
আমাদের কাছে এসে বলল আমার নাতির কম্পিউটার এর পাওয়ার এ কাজ করছেনা চলতো
একটু ঠিক করে দিয়ে আসবে। আমরা তো অবাক............।।
No comments:
Post a Comment