Md. Habibur Rahman millton

Noapara, jessore

কৌতুক


মফিজ মাষ্টার পরীক্ষার জন্য
এমনএক প্রশ্নপত্র
বানিয়েছে যা দেখে সব
শিক্ষার্থী বেঁহুস হয়ে গেছে!!!
কি ছিলো প্রশ্ন?
দেখুন ই না তারপর বুঝেন
প্রশ্নগুলো হলো নিম্নরুপ:
১/ বাংলাদেশ কোন
দেশে অবস্থিত?
২/ ১৫ এপ্রিল কোন তারিখে আসে?
৩/ সবুজ রং কোন কালারের হয়?
৪/ চোর কে বাংলা ভাষায়
কি বলা হয়?
৫/ কবি নজরুলের কবরে কাকে দাফন
করা হয়েছে ?





বিরাট গরীব


বিরাট ধনীর আদুরে কন্যা পরীক্ষার
হলে গিয়ে
দেখল গরীবদের ওপর রচনা লিখতে হবে।
সে লিখতে শুরু করল....
এক দেশে একটি খুবই গরীব পরিবার ছিল ।
বাবা গরীব, মা গরীব, বাচ্চারাও গরীব । 
বাড়িতে ৪ জন কাজের লোক ছিল , তারাও গরীব

তাদের BMW গাড়িটাও ভাঙ্গাচোরা ছিল ।
বাচ্চাদের ছিল পুরনো আইফোন মোবাইল ।
বাড়িতে ছিল মাত্র ৪টা সেকেন্ড হ্যান্ড এসি । 
উপসংহারঃ পুরো পরিবারটা সত্যিকার অর্থেই
ছিল
খুবই গরীব ।

.
সূত্রঃ •• স্যার, আমি সব পারি শুধুমাত্র পড়ালেখা বাদে •• 


চেক বই 

শিক্ষক : করিম বলো তো তুমি বড় হলে
কোন বই তোমাকে বেশি সাহায্যে করবে?????
.
.
.
.
.
.
.
.
.
.
করিম: স্যার আমার বাবার
চেক বই ।

সূত্রঃ আমরা আড্ডা বাজ



কুমির রচনা



ক্লাস থ্রীর এক ছেলে প্রথম সাময়ীক পরীক্ষার সময় 'কুমির' রচনা শিখেছে। সমস্যা হল এর পর যে পরীক্ষাই আসুক সে ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমিরের রচনাই লেখে। যেমন একবার রচনা এলো বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য। তো সে লিখলো- বাবা মা আমাদের জন্ম দেয়। তারা আমাদের লালন পালন করে। কুমিররাও তাই করে। জেনে রাখা ভালো যে, কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। এর চোখ গোল গোল। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ।
এরপরের পরীক্ষায় রচনা এলো আমার প্রিয় শিক্ষক। সে লিখল- আমার প্রিয় শিক্ষক এরনাম মোহাম্মদ আসাদ। তার চোখ গুলো গোলগোল। কুমিরেরও চোখ গোল গোল। জেনে রাখা ভালো যে কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ।
শিক্ষক দেখলেন এতো ভারী বিপদ। শেষে তিনি অনেক ভেবে চিন্তে রচনার বিষয় ঠিক করলেন পলাশীর যুদ্ধ। লেখ ব্যাটা, এই বার দেখি কি করে তুই কুমিরের রচনা লিখিস।
তো ছাত্র লিখলো- ১৮৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে নবাব সিরজুদ্দৌলা তার সেনাপতি মীরজাফর এর উপর ভরসা করে খাল কেটে কুমির এনেছিলেন।জেনে রাখা ভালো যে, কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। এর চোখ গোল গোল। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ!

সূত্রঃ হাসাইতে হাসাইতে মাইরা পালামু 




স্কুলে যাওয়া


বাবাঃ বুঝলি খোকা ১ জায়গায় বার বার গেলে দাম কমে যায় ।
.
.
.
.
. .
.
.
.
.
. খোকাঃ সে জন্যই তো আমি প্রতিদিন স্কুল এ যাই না,
তুমি তো সেটা বোঝো না ।

সূত্রঃ হাসাইতে হাসাইতে মাইরা পালামু 



বিদ্যার অভাব

শিক্ষক  ও ছাত্রের মধ্যে কথাপকথন

শিক্ষক  ঃ দাড়িপাল্লার এক পাশে টাকা অন্য পাশে বিদ্যা আছে তুমি কোনটি নেবে ?
ছাত্র  ঃ  অবশ্যই টাকা নেব।
শিক্ষক  ঃ  আমি হলে বিদ্যা  নিতাম।
ছাত্র  ঃ স্যার,  যার যেটার অভাব সে সেটা নেবে।

No comments:

Post a Comment